শিরোনাম
ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস): প্রবাসী আয়ে (রেমিট্যান্স) ধারাবাহিক প্রবাহ প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশে ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৭.১ শতাংশ বেশি।
গত বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১.৬৬ বিলিয়ন মার্কিন ডলার। শুধুমাত্র ২০ অক্টোবর ২০২৫ তারিখে দেশে এসেছে ৭০ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছর ২০২৫-২৬ এর শুরু থেকে (জুলাই ২০২৫ থেকে ২০ অক্টোবর ২০২৫ পর্যন্ত) মোট রেমিট্যান্স এসেছে ৯.৩৬ বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪.২ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৮.২০ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রবাসীদের আয় প্রেরণ সহজীকরণ, ব্যাংকিং চ্যানেলের প্রণোদনা অব্যাহত রাখা এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ প্রদানের ফলে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।