বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৯:৪৭
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ২০:০১

বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পর এবার চ্যাম্পিয়নের লক্ষ্য বাংলাদেশের

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গতকাল সপ্তমবারের মত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ দল। 

নেপালে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট পায় বাংলাদেশ। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়ের ৪ পয়েন্ট এবং সুপার সিক্সের প্রথম ম্যাচে পাওয়া জয়ের ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে টাইগ্রেসরা। 

২০১৪ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামে বাংলাদেশ। এখন পর্যন্ত টানা ছয় আসরে বিশ্বকাপে খেলেছে টাইগ্রেসরা। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরটি হবে বাংলাদেশের জন্য সপ্তম। 

সপ্তমবারের মত বিশ্বকাপ নিশ্চিত হবার পর, বাছাই পর্বে বাংলাদেশের লক্ষ্য এখন চ্যাম্পিয়ন হওয়া। চলমান বাছাই পর্বের সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় স্কটল্যান্ড ম্যাচের আগে দলের স্পিন অলরাউন্ডার রাবেয়া খান বলেন, ‘বিশ্বকাপে খেলা নিশ্চিত করা আমাদের জন্য খুব ভাল লাগার বিষয়। দলের সব খেলোয়াড় ভালো শেপে আছে। সবাই র‌্যাংকিংয়ে উপরের দিকে আসছে। ব্যাটার-বোলাররা ভাল ফ্লোতে আছে। এসব আমাদের কাজে দেবে।’

তিনি আরও বলেন, ‘আমরা অনেক বেশি খুশি। কোয়ালিফাইং টুর্নামেন্টে চ্যালেঞ্জিং হয়। জয়ের চিন্তা থাকে। তবে আমরা পাঁচটি ম্যাচে ভালভাবে জিতেছি। এবার আমরা স্কটল্যান্ডের বিপক্ষে খেলব। আমরা এখানে এসেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এই দলকেও ছোট করে দেখছি না আমরা।’