শিরোনাম

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে সংসদে নারীর প্রতিনিধিত্ব ধাপে ধাপে বাড়বে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন আজ (সোমবার) এ কথা বলেছেন।
ড. মইনউদ্দিন বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাবি এখন জনগণের হাতে। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে।
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে সরকারি দল একতরফাভাবে সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হবে।
ড. মইনউদ্দিন বলেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন। একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ ১০ বছরের বেশি পদে থাকতে পারবেন না।
তিনি জানান, ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হলে সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে।
প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী আরও বলেন, জনগণের মৌলিক অধিকার যেমন ইন্টারনেট সেবা কখনও বন্ধ করা যাবে না বরং এর গতি বাড়ানো হবে। দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না।
ড. মইনউদ্দিন বলেন, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার সঙ্গে অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাকেও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। ‘হ্যাঁ’ ভোট দিলে এসব সুবিধা মিলবে, কিন্তু ‘না’ ভোটে কোনো পরিবর্তন হবে না। তিনি জনগণকে স্মরণ করিয়ে দেন, দেশের ভবিষ্যতের চাবি এখন তাদের হাতে।