শিরোনাম

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অলরাউন্ডার জেজে স্মুটসকে নিয়ে আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ফুটবলের দেশ হিসেবে পরিচিত ইতালি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপ অঞ্চল থেকে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় দল হিসেবে ক্রিকেটের বৈশ্বিক আসরে খেলার টিকেট পায় চারবার ফুটবল বিশ্বকাপ জেতা ইতালি।
প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাওয়া ইতালিকে নেতৃত্ব দেবেন সাবেক হকি খেলোয়াড় ওয়েইন ম্যাডসেন। দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে হকি খেলেছেন ডারবানে জন্ম নেওয়া ম্যাডসেন।
অস্ট্রেলিয়ান সাবেক ব্যাটার জো বার্ন্সের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব টপকে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইতালি। কিন্তু বিশ্বকাপ দলে জায়গা হয়নি বার্ন্সের। গত বছরের শেষ দিকে বার্ন্সকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছিল ইতালি।
২০১৭ সালে টি-টোয়েন্টি এবং ২০২০ সালে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয় স্মুটসের।
এরপর প্রোটিয়াদের হয়ে ৬ ওয়ানডেতে ১৮০ রান ও ৪ উইকেট এবং ১৩ টি-টোয়েন্টিতে ১৭৪ রান ও ১ উইকেট শিকার করেন তিনি।
২০২১ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৩৭ বছর বয়সী স্মুটস।
দীর্ঘ পাঁচ বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
এছাড়া দলে আছেন জোড়া ভাই হ্যারি ও বেঞ্জামিন মানেন্টি এবং অ্যান্থনি ও জাস্টিন মোসকা।
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে আছে ইতালি। সেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইতালি।
ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল : ওয়েইন ম্যাডসেন (অধিনায়ক), মার্কাস কাম্পোপিয়ানো (কিপার), জাইন আলি, আলি হাসান, কৃশান কালুগামাগে, হ্যারি মানেন্তি, জান পিয়ে মেডি, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সাইদ নাকভি, বেনজামিন মানেন্তি, জসপ্রিত সিং, জেজে স্মুটস, গ্র্যান্ট স্টুয়ার্ট, থমাস ড্রাকা।