বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৯:৫২

মুসলিম সাহিত্য সমাজ ও ‘শিখা’ পত্রিকার শতবর্ষ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

ছবি: বাংলা একাডেমি

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলা একাডেমিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে বক্তারা বলেছেন, একশ বছর আগে পূর্ববঙ্গের ঢাকা শহরে কয়েকজন লেখক-বুদ্ধিজীবী যুবক যে ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠা করেছিল তা আমাদের চিন্তার ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা।

বাংলা একাডেমি গত ১৬ ও ১৭ জানুয়ারি একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মুসলিম সাহিত্য সমাজ ও ‘শিখা’ পত্রিকার শতবর্ষ উপলক্ষ্যে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স-২০২৬ আয়োজন করে। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, সেসময় কাজী আবদুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, আবদুল কাদির, মোতাহের হোসেন চৌধুরী, আবুল ফজল, আবুল হুসেন, কাজী আনোয়ারুল কাদির প্রমুখ বাঙালি মুসলমানের প্রাগ্রসর সৃজনশীল ও মননশীল লেখক-ভাবুকেরা স্বদেশের-স্ব সমাজের বৃহত্তর মানুষের সার্বিক মুক্তির জন্য চিন্তার মুক্তির কথা সবার আগে ভেবেছেন। পত্রিকার শতবার্ষিক স্মরণের পরিসর ছাপিয়ে আমাদের চিন্তামুক্তির সংগ্রামকে বেগবান করতে সহায়ক হবে নিঃসন্দেহে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। সূচনা বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক মোরশেদ শফিউল হাসান।
সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের মোট ২২ জন বিশেষজ্ঞের সভাপতিত্বে কনফারেন্সে ১০০ জন দেশি-বিদেশি প্রাবন্ধিক মুসলিম সাহিত্য সমাজের ও ‘শিখা’ পত্রিকার পটভূমি, প্রকাশ-বিকাশ, প্রতিবন্ধকতা, ঐতিহাসিকতা এবং উত্তর প্রভাব বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।