শিরোনাম

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের বাকী ম্যাচগুলোতে খেলার জন্য আজ সিলেট টাইটান্স দলে যোগ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস ওকস।
ইতোমধ্যেই বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকায় এলিমিনেটরে খেলতে হবে তাদের। এলিমিনেটরে হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।
ইংল্যান্ডের আরেক ক্রিকেটার উইকেটরক্ষক-ব্যাটার স্যাম বিলিংসও দলের সাথে যুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। আরেক ইংলিশ ওপেনার ফিল সল্টকে দলের সাথে যুক্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।
সিলেট দলে আছেন আরও দুই ইংলিশ ক্রিকেটার মঈন আলী এবং ইথান ব্রুকস। দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচও খেলেছেন তারা।