বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৫:৩৯
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯

রংপুরের হ্যাটট্রিক হারে দ্বিতীয় স্থানে উঠল সিলেট

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বোলারদের দুর্দান্ত নৈপুন্যের পর ওপেনার পারভেজ হোসেন ইমনের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল সিলেট টাইটান্স। আজ লিগ পর্বে নিজেদের নবম ম্যাচে সিলেট ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্সকে। 

এই জয়ে ৯ ম্যাচে ৫ জয় ও ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল সিলেট। ৮ ম্যাচে ৪টি করে জয় ও হারে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রংপুর। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারায় রংপুর। আগের ম্যাচে অপরাজিত ৯৭ রান করা তাওহিদ হৃদয় ৪, কাইল মায়ার্স শূন্য ও লিটন দাস ১২ বলে ২২ রানে আউট হন। এরমধ্যে ২ উইকেট শিকার করেন পেসার শহিদুল। 

এরপর চতুর্থ উইকেটে ৩৭ বলে ৪০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। তবে দলীয় ৭৬ রানের মধ্যে তাদের বিদায়ের পর আর বড় জুটি গড়তে পারেনি রংপুর। ইফতিখার ১৭ ও খুশদিল ৩০ রানে আউট হন। 

শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের ২৩ বলে ৪টি চারে ২৯ রানের সুবাদে সম্মানজনক সংগ্রহ পায় রংপুর। শেষ ব্যাটার হিসেবে মাহমুদুল্লাহ আউট হলে ১৯.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় রংপুর। 

সিলেটের স্পিনার নাসুম ১৯ রানে ও শহিদুল ৩৬ রানে ৩টি করে উইকেট নেন। মাত্র ৮ রানে ২ উইকেট নেন ইংল্যান্ডের স্পিনার মঈন। 

জয়ের জন্য ১১৫ রান তাড়া করতে নেমে ৪০ বলে ৫৪ রানের সূচনা করেন সিলেট টাইটান্সের দুই ওপেনার তৌফিক খান ও পারভেজ হোসেন ইমন। জুটিতে ৪টি ছক্কায় ও ১টি চারে ২২ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরেন তৌফিক। 

এরপর আরিফুল ইসলামকে নিয়ে ২৬ এবং আফিফ হোসেনের সাথে ৩১ রানের জুটি গড়ে সিলেটের জয়ের পথ সহজ করেন ইমন। আরিফুল ২১ ও আফিফ ১২ রানে আউট হবার পর ছক্কা মেরে সিলেটের জয় নিশ্চিত করেন ইমন। ঐ ছক্কায় হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। ৪১ বল খেলে ৩টি করে চার-ছক্কায় নিজের ইনিংস সাজান ইমন। 

বল হাতে দারুণ পারফরমেন্সে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন সিলেটের নাসুম।