শিরোনাম

ঢাকা, ১২ জানুয়ারি ২০২৬ (বাসস) : রোববার সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ক্লাসিকো ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা।
কাতালানদের হয়ে রাফিনিয়া জোড়া গোল করেন, এছাড়া স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন পোলিশ তারকা রবার্ট লেভানডোস্কি। শেষদিকে কিলিয়ান এমবপ্পেকে ফাউলের কারণে ফ্রেঙ্কি ডি জং লাল কার্ড পেয়ে মাঠছাড়া হলেও, জাবি আলোনসোর রিয়াল বার্সেলোনার ১৬তম সুপার কাপ শিরোপার পথে বাঁধা হতে পারেনি ।
হাঁটুর ইনজুরির কারণে এমবাপ্পে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। এই হার রিয়াল কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে সাম্প্রতিক শঙ্কাগুলোকে আবারো উসকে দিতে পারে।
রাফিনিয়ার গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত এক গোল করে রিয়ালকে সমতায় ফেরান। এতে জেদ্দায় প্রথমার্ধের শেষভাগে উত্তেজনাপূর্ণ লড়াই জমে ওঠে
লেভানডোস্কির চিপ শটে আবারও এগিয়ে যায় বার্সা, কিন্তু প্রথমার্ধেও যোগ করা সময়ের শেষভাগে গঞ্জালো গার্সিয়া গোল করে বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন সমান করেন।
৭৩তম মিনিটে রাফিনিয়ার শট ডিফ্লেক্ট হয়ে জালে জড়ালে ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়। এতে করে হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা জিতে নেয় চতুর্থ শিরোপা।
জুনে দায়িত্ব নেওয়া আলোনসো এখনও রিয়ালের হয়ে প্রথম শিরোপার অপেক্ষায় রয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের টানা পাঁচ ম্যাচের জয়ের ধারা এই পরাজয়ে শেষ হলো, তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে।
ম্যাচ শেষে আলোনসো বলেন, “যেভাবেই পরাজয় হোক না কেন, সেটা কষ্টেরই। তবে এটা স্পষ্ট, এটি ছিল খুবই সমান ও তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ, যেখানে সবকিছুই ছিল।
আমরা সমতায় ফেরার খুব কাছাকাছি ছিলাম, শেষ পর্যন্ত লড়াই করেছি। শিরোপা জেতায় বার্সেলোনাকে অভিনন্দন জানাচ্ছি।”
গত মৌসুমে এই কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা। তবে এবারের ফাইনাল আর একপেশে হয়নি।
লেভানডোস্কি বলেন, “আমরা খুবই খুশি, আরেকটি শিরোপা ঘওে এসেছে। মাদ্রিদের বিপক্ষে ম্যাচ সবসময়ই বড়। প্রথমার্ধে আমরা ভালো খেলেছি, দ্বিতীয়ার্ধে সেই ধারা ধওে রেখেছি। আমরা আরও গোল খুঁজছিলাম, তবে জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
গত মৌসুমে চার ক্লাসিকোতে রিয়ালকে হারানো ফ্লিক এবার ফেরান তোরেসের বদলে লেভানডোস্কিকে মূল দলে রাখেন এবং ডান প্রান্তে টিনএজ তারকা লামিনে ইয়ামালকে ফিরিয়ে আনেন।
সৌদি আরবের সন্ধ্যার গরমে ম্যাচের শুরুটা ছিল খানিকটা এলোমেলো। বার্সেলোনা বল দখলে রাখার চেষ্টা করেছে, আর রিয়াল রক্ষণে গভীর অবস্থান নিয়ে ভিনিসিয়াসকে দিয়ে পাল্টা আক্রমণ খুঁজতে থাকে।
আগের ১৬ ম্যাচে গোল না পাওয়া ভিনিসিয়াস এবার বাম দিক দিয়ে বারবার আক্রমণ শানিয়ে হুমকি তৈরি করেন। বার্সা গোলরক্ষক ইউহান গার্সিয়া ভিনির প্রথম শট সেভ করতে বাধ্য করেন।
৩৬তম মিনিটে বার্সার চাপ কাজে লাগে। কিছুক্ষণ আগেই সহজ সুযোগ নষ্ট করা রাফিনিয়া বক্সের ভেতর থেকে নিচু শটে বল জালে জড়ান। প্রথমার্ধেও যোগ হওয়া সময়ের দ্বিতীয় মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে ভিনিসিয়াস রিয়ালকে সমতায় পেরান। যোগ করা সমযয়ের চতুর্থ মিনিটে পেদ্রির পাস থেকে কুর্তোয়ার ওপর দিয়ে বল চিপ করে আবারও বার্সাকে এগিয়ে দেন লেভা। তবে বিরতির ঠিক আগে ডিন হুইসেনের হেড ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি বল জালে পাঠান গার্সিয়া।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে যায় এবং সুযোগও কম তৈরি হয়। এমবাপ্পে সাইডলাইনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই বার্সা এগিয়ে যায়। বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শট রাউল আসেনসিওর গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে পড়লে কুর্তোয়ার কিছুই করার ছিল না।
সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে এটি ছিল দারুন ফর্মে থাকা রাফিনিয়ার সপ্তম গোল।
ম্যাচে ফিওে আসার লক্ষ্যে শেষ ১৫ মিনিটে এমবাপ্পকে নামান আলোনসো। তবে ফরাসি তারকা তেমন সুযোগ পাননি। উল্টো তার ওপর চড়াও হয়ে ট্যাকেল করায় ডি জং লাল কার্ড দেখেন।
শেষ মুহূর্তে আসেনসিও সমতাসূচক গোল করতে পারতেন, কিন্তু তার হেড সোজা গোলরক্ষকের হাতে জমা পড়ে।
স্প্যানিশ সুপার কাপের শেষ চার বিজয়ী পরবর্তীতে লা লিগা জিতেছে। বার্সেলোনা আশা করবে এবারও সেই ধারাবাহিকতা ধওে রাখতে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতেছে বার্সা। মৌসুমের শুরুতে কিছুটা ওঠানামা থাকলেও বর্তমানে তারা লা লিগার শীর্ষে রয়েছে।