বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৬:১৪

টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবলের দ্বিতীয় দিনে ৬টি ম্যাচ অনুষ্ঠিত

ছবি : বাসস

ঢাকা, ১২ জানুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও তানভির কনস্ট্রাকশন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে আজ জয় পেয়েছে ঢাকা, যশোর, পঞ্চগড়, ময়মনসিংহ।

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের প্রথম খেলায় ঢাকা ৪২-১২ গোলে হারিয়েছে জামালপুরকে। প্রথমার্ধে ঢাকা ১৯-৮ গোলে এগিয়ে ছিলো। অপর খেলায় যশোর ৩৭-২১ গোলে হারিয়েছে ফরিদপুরকে। বিজয়ী দল প্রথমার্ধে ২৩-১৩ গোলে এগিয়ে ছিলো। দিনের ৩য় খেলায় পঞ্চগড় ৩০-১৬ গোলে হারিয়েছে চাপাইঁনবাবগঞ্জকে। প্রথমার্ধে ১৬-৮ গোলে পঞ্চগড় এগিয়ে ছিলো। অন্য খেলায় ময়মনসিংহ ৪২-২৬ গোলে হারিয়েছে মাদারীপুরকে। প্রথমার্ধে ১৭-৮ গোলে মাদারীপুর এগিয়ে ছিলো। 

হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুষ্টিয়াকে হারিয়ে আজকে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় পঞ্চগড়। ২৯-২৪ গোলে বিজয়ী পঞ্চগড় প্রথমার্ধে এগিয়ে ছিলো ১৬-১৩ গোলো। পঞ্চগড়ের মতো যশোরও আজ তাদের দ্বিতীয় জয় পেয়েছে। ৩৬-১৩ গোলে তারা হারিয়েছে নড়াইল জেলাকে। প্রথমার্ধে যশোর ২০-৬ গোলে এগিয়ে ছিলো।