শিরোনাম

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস): অনিবার্য কারণে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উপ-অঞ্চল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিযোগিতার সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে।
আজ রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, উপ-অঞ্চল পর্যায়ের খেলাগুলো আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে। অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত।
প্রতিযোগিতার চূড়ান্ত বা জাতীয় পর্যায় অনুষ্ঠিত হবে ২৫-৩০ জানুয়ারি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক এবং বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়সূচি মোতাবেক প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দেশের সকল শিক্ষা বোর্ড এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর দেশের মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার জাতীয় পর্যায়ের মূল ভেন্যু হিসেবে দায়িত্ব পালন করবে দিনাজপুর শিক্ষা বোর্ড।