শিরোনাম

ঢাকা, ১১ জানুয়ারি ২০২৬ (বাসস) : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় আজ থেকে ঢাকায় শুরু হয়েছে স্পোর্টস এ্যাডমিনিস্ট্রেটর্স কোর্স।
সকালে বিওএ অডিটোরিয়ামে শুরু হওয়া এই কোর্সটি আগামী ১৪ জানুয়ারী পর্যন্ত চলবে। কোর্সে বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশন, ফোর্সেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ২৮ জন সংগঠক, কর্মকর্তা এবং প্রশিক্ষক অংশগ্রহণ করছেন।
এই কোর্সের লক্ষ্য ক্রীড়া পরিচালনা ও ব্যবস্থাপনায় পেশাদার জ্ঞান এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করা, যা দেশের ক্রীড়াক্ষেত্রের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে।
কোর্সটি পরিচালনা করছেন বিওএ’র জাতীয় কোর্স পরিচালক কাজী মনিরুজ্জামান, আখতার হোসেন খান, ফারুকুল ইসলাম, এবং মোশারফ হোসেন মোল্লা । এছাড়া বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর এবং ডা. মোহাম্মদ শফিকুর রহমান গেস্ট লেকচারার হিসেবে কোর্সে লেকচার প্রদান করবেন।
কোর্সের সমাপনী এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান আগামী ১৪ জানুয়ারী দুপুরে অনুষ্ঠিত হবে।