বাসস
  ১০ জানুয়ারি ২০২৬, ২০:৪৪

জার্মানিতে ভারী তুষারপাতের কারণে বুন্দেসলিগার দুটি ম্যাচ স্থগিত

ঢাকা, ১০ জানুয়ারি ২০২৬ (বাসস) : ভারী তুষারপাতের কারণে স্টেডিয়ামগুলো অনিরাপদ হয়ে পড়ায় শুক্রবার জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগার দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে।

উত্তর জার্মানির হামবুর্গ শহরে তীব্র তুষারপাতের মধ্যে শনিবার আরবি লিপজিগের বিপক্ষে সেন্ট পাউলির বুন্দেসলিগা ম্যাচটি স্থগিত করা হয়। আবহাওয়ার আরও অবনতি হওয়ার আশঙ্কাও ছিল। কয়েক ঘণ্টা পর লিগ কর্তৃপক্ষ নিশ্চিত করে, শনিবারের সূচিতে থাকা ওয়ার্দার ব্রেমেন ও হফেনহেইমের ম্যাচটিও অনুষ্ঠিত হবে না।

সেন্ট পাউলি জানায়, “নিরাপদভাবে ম্যাচ আয়োজনের জন্য সম্ভাব্য সবকিছুই করা হয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি।’’

কয়েক দিন ধরে তুষার পরিষ্কারের চেষ্টা সত্ত্বেও স্টেডিয়ামের ছাদ থেকে তুষার সরানো বিশেষভাবে কঠিন হয়ে দাঁড়ায় বলে জানায় ক্লাবটি।

ক্লাবটি আরও যোগ করে, ম্যাচ বাতিল করলে জরুরী সেবা, পরিবহন ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ কমতে পারে, এমন পরামর্শও তাদের দেওয়া হয়েছিল। ১৮ দলের বুন্দেসলিগায় লিপজিগ বর্তমানে চতুর্থ এবং সেন্ট পাউলি ১৬তম স্থানে রয়েছে।

ওয়ার্দার ব্রেমেন জানায়, বরফ ও তুষারের স্তুপের কারণে ৪২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে নিরাপদভাবে ম্যাচ আয়োজন অসম্ভব। কনকোর্সে বরফ জমে থাকা, জরুরী নির্গমনপথ খোলা রাখা নিয়ে সমস্যা এবং দর্শকদের যাতায়াতে জটিলতাও এর মধ্যে রয়েছে।

লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া দুই ম্যাচের নতুন তারিখ দ্রুতই ঘোষণা করা হবে।

শুক্রবার উত্তর ও পূর্ব জার্মানী জুড়ে প্রচন্ড তুষারপাত হয় এবং রাতেও তা অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়। উত্তরাঞ্চলের বড় অংশে দূরপাল্লার রেল চলাচল বন্ধ রাখা হয় এবং সড়ক যোগাযোগেও বিঘ্ন ঘটে।

শনিবার ইউনিয়ন বার্লিন ও মেইঞ্জের ম্যাচটি সূচিতে বহাল রয়েছে। জার্মান রাজধানীতে ইউনিয়ন বার্লিনের স্টেডিয়ামে তুষার ও বরফ সরাতে এ সপ্তাহে ক্লাবটির সমর্থকেরা স্বেচ্ছায় সহায়তাও করেছেন।

এটি বুন্দেসলিগার শীতকালীন বিরতির পর প্রথম রাউন্ডের ম্যাচ। নারী বুন্দেসলিগায় ২৩ জানুয়ারি পর্যন্ত শীতকালীন বিরতি থাকবে।

এদিকে, শনিবার হামবুর্গে অনুষ্ঠেয় পুরুষদের একটি বাস্কেটবল ম্যাচও বাতিল করা হয়েছে। স্টেডিয়ামের ছাদে তুষার জমে যাওয়া নিয়ে উদ্বেগের কারণে অ্যারেনা বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে জার্মান লিগ।