শিরোনাম

ঢাকা, ১০ জানুয়ারি ২০২৬ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং তানভির কনস্ট্রাকশন লিমিটেড (টিসিএল) এর পৃষ্ঠপোষকতায় কাল থেকে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৬।
এবারের প্রতিযোগিতায় দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দশটি জেলা। ‘ক’ গ্রুপে খেলবে চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, পঞ্চগড়, কুষ্টিয়া ও মাদারীপুর জেলা। ‘খ’ গ্রুপে খেলবে ঢাকা, যশোর, ফরিদপুর, জামালপুর ও নড়াইল জেলা। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে হবে সেমিফাইনাল। ফাইনাল ১৫ জানুয়ারি।
রোববার বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সেলিম ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো: দৌলতুজ্জামান খাঁন।
যুব পুরুষ হ্যান্ডবল উপলক্ষ্যে শনিবার ফেডারেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক ও আয়োজন কমিটির সদস্য সচিব রাশিদা আফজালুন নেসা, কার্যনির্বাহী সদস্য ও আয়োজন কমিটির যুগ্ম সদস্য সচিব মো: মকবুল হোসেন।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (এইচআর ও অ্যাডমিন) কর্ণেল এস এম মোরশেদ সরওয়ার (অব.)। এসময়ে তিনি জানান, দীর্ঘ সময় ধরে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান টিসিএল হ্যান্ডবল ফেডারেশনের পাশে থাকতে চায়।