বাসস
  ১০ জানুয়ারি ২০২৬, ২০:০৭

রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিলেন নিশাম

ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ জানুয়ারি ২০২৬ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের চলমান আসরে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমি নিশাম। 

টুর্নামেন্টের বাকী ম্যাচে রাজশাহীর হয়ে খেলতে আজ বাংলাদেশে এসেছেন নিশাম। আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে লিগ পর্বে নিজেদের সপ্তম ম্যাচ খেলবে রাজশাহী। এ ম্যাচে রাজশাহীর জার্সিতে দেখা যেতে পারে নিশামকে।

গত মৌসুমে ফাইনালের আগে নিশামকে দলে নিয়েছিল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। কিন্তু ফাইনালের মাত্র একদিন আগে বাংলাদেশে পৌঁছানোয় শিরোপা নির্ধারনী ম্যাচে খেলার সুযোগ পাননি নিশাম। 

এর আগে ২০২৩/২৪ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন নিশাম। তিনটি হাফ সেঞ্চুরিতে ২৯১ রান করেছিলেন তিনি। বল হাতে ৪ উইকেট শিকার করেছিলেন এই ডান-হাতি পেসার। 

এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৪টি জয় ও ২টি হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে রাজশাহী।