বাসস
  ১০ জানুয়ারি ২০২৬, ২০:৩১

আর্সেনালের সঙ্গে নতুন পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছেন বুকায়ো সাকা

ঢাকা, ১০ জানুয়ারি ২০২৬ (বাসস) : বুকায়ো সাকার সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তিতে একমত হয়েছে আর্সেনাল। ইএসপিএনকে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র।

উভয় পক্ষই কয়েক মাস ধরে আত্মবিশ্বাসী ছিল যে ২৪ বছর বয়সী সাকা ক্লাবেই নিজের ভবিষ্যৎ নিশ্চিত করবেন। সূত্রগুলো বলছে, আলোচনা ইতিবাচক সমাপ্তির দিকেই এগোচ্ছে।

এখনও চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি। এ বিষয়ে ইএসপিএনকে আর্সেনাল কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে সূত্রমতে সাকা পাঁচ বছরের একটি চুক্তিতে সই করতে যাচ্ছেন, যা তাকে ক্লাবের সর্বোচ্চ অথবা অন্তত অন্যতম সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়ে পরিণত করবে।

বর্তমানে কেই হাভার্টজ আর্সেনালের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত খেলোয়াড়, যিনি প্রতি সপ্তাহে ২৮০,০০০ পাউন্ড আয় করেন।

আর্সেনাল তাদের সেরা প্রতিভাদের দীর্ঘমেয়াদি চুক্তিতে বেঁধে রাখতে আগ্রহী। গত বছর উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল মাগালিয়েস, ইথান নোয়ানেরি ও মাইলস লুইস-স্কেলির সাথে উন্নত শর্তে নতুন চুক্তি করা হয়েছে।

ক্লাবের হেল এন্ড একাডেমি থেকে উঠে আসা সাকা আর্সেনালের অন্যতম প্রভাবশালী খেলোয়াড়। তিনি একাধিকবার দলের অধিনায়কত্বও করেছেন। চলতি মৌসুমে ২৭ ম্যাচে তার সংগ্রহ সাত গোল ও ছয়টি অ্যাসিস্ট।
গত সেপ্টেম্বরে সাকার চুক্তি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কোচ মিকেল আর্তেতা বলেছিলেন, “আমি সত্যিই চাইব যেন সে নতুন চুক্তিতে সই করে। আমি যতটুকু জানি, সে এখানে থাকতে ভীষণ খুশি ও গর্বিত এবং ক্লাবে যে ভূমিকা সে পালন করছে, তা নিয়েও সন্তুষ্ট।

সে সবসময় যেমন স্বাভাবিকভাবে উন্নতি করে, তেমনই করছে। সবাই জানে বুকায়ো আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই আশা করি আমরা বিষয়টি সম্পন্ন করতে পারব।”

এদিকে আর্সেনাল পরবর্তী নজর দিতে পারে ডেক্লান রাইসের দিকে। তার বর্তমান চুক্তির মেয়াদ আরও আড়াই বছর বাকি রয়েছে, সঙ্গে অতিরিক্ত ১২ মাস বাড়ানোর একটি বিকল্প শর্তও আছে।