বাসস
  ১০ জানুয়ারি ২০২৬, ২০:২৪

বিশ্বকাপের আগে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি খেলবে ক্রোয়েশিয়া

ঢাকা, ১০ জানুয়ারি ২০২৬ (বাসস) : বিশ্বকাপকে সামনে রেখে ‘রোড টু ২৬’ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি হাই প্রোফাইল ম্যাচে অংশ নিবে ক্রোয়েশিয়া। আজ ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন (এইচএনএস) জাতীয় দলের জন্য আগামী মার্চে অনুষ্ঠিতব্য এই ম্যাচের তথ্য নিশ্চিত করেছে। 

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ক্রোয়েশিয়া দলটি ফ্লোরিডার অরল্যান্ডো সফর করবে, যেখানে তারা “রোড টু ২৬” শিরোনামের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজে অংশ নেবে।

এই সিরিজে ক্রোয়েশিয়ার পাশাপাশি অংশ নেবে ব্রাজিল, কলম্বিয়া ও ফ্রান্স।

ক্রোয়েশিয়া প্রথমে ২৬ মার্চ কলম্বিয়ার বিপক্ষে খেলবে, এরপর ৩১ মার্চ ব্রাজিলের মুখোমুখি হবে। দুটি ম্যাচই অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

‘রোড টু ২৬’ সিরিজের চারটি ম্যাচের টিকিট সাধারণ দর্শকের কাছে বিক্রির জন্য উন্মুক্ত হবে ১৩ জানুয়ারি, সেন্ট্রাল ইউরোপিয়ান সময় (সিইটি) অনুযায়ী বিকেল ৪টায়।

ভক্তরা ৮ জানুয়ারি বিকেল ৪টা (সিইটি) থেকে roadto26.com ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে বিশেষ প্রি-সেল সুবিধা পাবেন।

বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে কলম্বিয়ার অবস্থান ১৩তম। কলম্বিয়া দক্ষিণ আমেরিকার তৃতীয় সর্বোচ্চ র‌্যাঙ্কধারী দল-আর্জেন্টিনা ও ব্রাজিলের পরের অবস্থানে রয়েছে। ক্রোয়েশিয়ার মতো ২০২৬ বিশ্বকাপে এটি হবে কলম্বিয়ার সপ্তম অংশগ্রহণ। ব্রাজিলের আগে এবং আর্জেন্টিনা ও ইকুয়েডরের পেছনে থেকে তারা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় হয়ে মূলপর্বের টিকিট পেয়েছে  

অন্যদিকে ব্রাজিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল। যারা পাঁচবার শিরোপা জিতেছে এবং এ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপেই অংশ নিয়েছে।

দুই দলের প্রথম সাক্ষাৎ হয় ২০০৫ সালে স্পিল্টে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর ২০০৬ বিশ্বকাপে জার্মানিতে ব্রাজিল জেতে ১-০ গোলে, ২০১৪ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলে জেতে ৩-১ গোলে এবং ২০১৮ সালে লিভারপুলে এক প্রীতি ম্যাচে জিতেছিল ২-০ গোলে।

এদিকে ক্রোয়েশিয়া ও কলম্বিয়ার মধ্যে এটি হবে প্রথমবারের মতো কোনো ম্যাচ। এর আগে দুই দল কখনো মুখোমুখি হয়নি।

ম্যাচ সূচি (স্থানীয় সময় অনুযায়ী) :

বৃহস্পতিবার, ২৬ মার্চ

১৬:০০ - ব্রাজিল বনাম ফ্রান্স (জিলেট স্টেডিয়াম, ফক্সবরো)
১৯:৩০- কলম্বিয়া বনাম ক্রোয়েশিয়া (ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, অরল্যান্ডো)
রোববার, ২৯ মার্চ
১৫:০০- কলম্বিয়া বনাম ফ্রান্স (নর্থওয়েস্ট স্টেডিয়াম, ল্যান্ডোভার)
মঙ্গলবার, ৩১ মার্চ
২০:০০ - ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া (ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, অরল্যান্ডো)