শিরোনাম

ঢাকা, ১০ জানুয়ারি ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) নিজের প্রথম মৌসুমেই বল হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।
গতকাল বিগ ব্যাশে অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে হোবার্ট হারিকেন্সের ৩৭ রানের জয়ে বড় অবদান রাখেন রিশাদ। ৪ ওভার হাত ঘুড়িয়ে ২৬ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি।
ম্যাচ শেষে রিশাদের প্রশংসা করেছেন হোবার্ট অধিনায়ক ন্যাথান এলিস। তিনি বলেন, ‘রিশাদকে যখনই বোলিং আক্রমণে আনা হয়েছে, হাসি মুখে বল করেছে। একজন অধিনায়ক হিসেবে এটা খুবই আনন্দদায়ক এক বিষয়।’
রিশাদকে ‘বিশ্বমানের’ বোলার হিসেবে উল্লেখ করে এলিস আরও বলেন, ‘আবারও আমাদের স্পিনারদের কৃতিত্ব দিতে হবে। রিশাদ ও রেহান দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে। তারা দু’জনই বিশ্বমানের। রেহান বাকী ম্যাচ খেলতে না পারলেও আমাদের রিশাদ আছে। যা দলের জন্য খুবই ভাল দিক।’
এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১১টি উইকেট শিকার করেছেন রিশাদ।
৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে অফের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে হোবার্ট। লিগ পর্বে শেষ দুই ম্যাচের একটি জিতলে বা অ্যাডিলেড একটি ম্যাচ হারলে প্লে অফে উঠবে হোবার্ট।