বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ০০:০৬

বিভিন্ন জেলায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের একাধিক অভিযান

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের বিভিন্ন জেলায় সরকারি প্রকল্প, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা খাতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ একাধিক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গাইড ওয়াল নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে পরিদর্শনকালে ধামইরহাট উপজেলার ভেড়োম মৌজায় অবস্থিত আনুমানিক ১৫.৫৬ একর আয়তনের সামাজিক বন বিভাগের আওতাধীন ‘সোনা দিঘী’ পুকুরের চারপাশে নির্মিত গাইড ওয়াল ও গাইড ওয়ালের সঙ্গে সংযুক্ত ইটের গাঁথুনিযুক্ত রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করা হয়।

পরিদর্শনে দেখা যায়, সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় সামাজিক বন বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে নির্মিত গাইড ওয়াল ও রাস্তার কাজ নির্মাণের এক বছরের মধ্যেই বৃষ্টির পানিতে আংশিক ধসে পড়ে পুকুরে নিমজ্জিত হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে গাইড ওয়ালের টিন খুলে পড়ে থাকার আলামত পাওয়া যায়, যার ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য গ্রহণ, একজন বিশেষজ্ঞ প্রকৌশলীসহ গাইড ওয়াল পরিদর্শন এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্য ও নথিপত্র পর্যালোচনা শেষে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

এদিকে, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, কাঁচামাল ও অন্যান্য ক্রয় কার্যক্রমে গুরুতর অনিয়ম, নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ লোপাটের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে ইডিসিএলে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ডেসোগেস্টরল ইউএসপি কাঁচামাল প্রকিউরমেন্ট সংক্রান্ত দরপত্র, বিল-ভাউচার, অনুমোদনপত্রসহ অন্যান্য প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করে সরেজমিনে পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট কার্যক্রমে স্বচ্ছতা ও বিধিবিধান পরিপালনের বিষয় যাচাই করা হয়। প্রাপ্ত তথ্য ও সংগৃহীত নথিপত্রের ভিত্তিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এ ছাড়া, রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আগত রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসক ও নার্সদের সেবার মান, সরবরাহকৃত ওষুধের প্রাপ্যতা এবং রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে।

পরবর্তীতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্টোররুম, ওষুধ বিতরণ ব্যবস্থা ও রান্নাঘর সরেজমিনে পরিদর্শন করা হয়। রোগী ও রোগীদের অ্যাটেনডেন্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রেসক্রিপশনে উল্লেখিত সকল ওষুধ তারা পাচ্ছেন না। এ সময় ওষুধের স্টক ও বিতরণ সংক্রান্ত রেজিস্টার সংগ্রহ করে পর্যালোচনা করা হয়, যেখানে একাধিক অনিয়মের চিত্র উঠে আসে।

এছাড়া পরিদর্শনকালে হাসপাতালের হিসাব ক্লার্ক কর্তৃক সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ইউজার ফি গ্রহণের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। অভিযানকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।