শিরোনাম

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে প্রশাসনকে সহায়তা এবং জননিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং তারা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
এছাড়াও যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধ এবং শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে-আশ্বাস দিয়ে বিজিবি কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকতে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।