বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ২৩:১৭

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা ও দোয়া মাহফিল

ছবি: সংগৃহীত

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নীতি-নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা ও সামাজিকতার আদর্শকে ধারণ করে তাঁকে সকলের কাছে অনুসরণীয় করে রাখতে হবে। এ বিষয়ে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

আজ রাজধানীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।