বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ২১:৫১

ঢাকা জেলা পুলিশ লাইন্স মাঠে আইজিপির উপস্থিতিতে পুলিশ প্রাক-নির্বাচনী সভা

আইজিপি বাহারুল আলম। ফাইল ছবি

ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে ঢাকা রেঞ্জের বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ এক প্রাক-নির্বাচনী সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে বাহারুল আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করবে। জনগণের প্রত্যাশিত পুলিশিং সেবা সহজ ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশিং কার্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করার লক্ষ্যে বডিওর্ন ক্যামেরা ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, বডিওর্ন ক্যামেরার ব্যবহার পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে, যা জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক তার স্বাগত বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতি, পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম (ক্রাইম এন্ড অপস)।  

এসময় পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্সগণ তাদের কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা, নির্বাচনকালীন চ্যালেঞ্জ এবং কল্যাণমূলক বিভিন্ন দাবি ও প্রস্তাব আইজিপি কাছে তুলে ধরেন। 

সভায়  ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্য রাখেন। 

সভায় ঢাকা জেলাসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার, সিআইডি, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, র‌্যাব-১০ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ঢাকা রেঞ্জের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।