শিরোনাম

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী ১ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ অনুষ্ঠিত হবে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে, প্রতি ‘ড্র’তে ছয় লাখ টাকার ১টি, তিন লাখ পঁচিশ হাজার টাকার ১টি, এক লাখ টাকার দুটি, ৫০ হাজার টাকার দুটি, ১০ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।