বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৯:২৪

শেরপুরের ঝিনাইগাতি ইউএনও রাসেলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক নিয়োগ করা হলো। কর্মকর্তার নাম মো. আশরাফুল আলম রাসেল (১৮১১৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝিনাইগাতি, শেরপুর।

বদলিকৃত পদ ও কর্মস্থল : বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) জনপ্রশাসন মন্ত্রণালয়।

বর্ণিত কর্মকর্তা অদ্য ২৯ জানুয়ারি, ২০২৬ তারিখ অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন, অন্যথায় তিনি ২৯ জানুয়ারি, ২০২৬ তারিখ অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (ঝঃধহফ জবষবধংবফ) বলে গণ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে, সামিউল আমিন সিনিয়র সহকারী সচিব।