বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ১৯:২৭

জনগণের ক্ষমতার অর্থ বুঝিয়ে দিতেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি : মামুনুল হক

মঙ্গলবার হবিগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় মাওলানা মামুনুল হক প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

হবিগঞ্জ, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলার ১৮ কোটি মানুষকে- জনগণের ক্ষমতার অর্থ বুঝিয়ে দিতেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। 

তিনি বলেন, কোনো নেতা বা দল কিংবা জোটকে রাষ্ট্র ক্ষমতায় নেয়ার জন্য নয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি জনগণের ক্ষমতার অর্থ বুঝিয়ে দিতে।

আজ মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় মাঠে হবিগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আধিপত্যবাদী শক্তি আর বাংলার মসনদ দখল করতে পারবেনা। প্রত্যেক ধর্মের মানুষকে যার যার হিস্যা বুঝিয়ে দেয়া হবে। বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাবে।

মামুনুল হক বলেন, ১১ দলীয় জোট সরকার গঠন করলে রশিদপুর ও বিবিয়ানা গ্যাস ফিল্ডের গ্যাস সর্ব প্রথম নবীগঞ্জ-বাহুবল হবিগঞ্জবাসীর চাহিদা পূরণ করা হবে, এরপর দেশের অন্যান্য এলাকার চাহিদা পূরণ করা হবে।

হবিগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি জেনালেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব মো. মশিউর রহমান, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহ জাহান আলী, হবিগঞ্জ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হুসাইন আহমাদ নূরী, হবিগঞ্জ জেলা নাগরিক পার্টি (এনসিপি)-এর সভাপতি আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।