বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ২০:৩৫

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ২২ হাজার ৪৬৪ জন গ্রেফতার : স্বরাষ্ট্র উপদেষ্টা

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: বাসস

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত ১৩ ডিসেম্বর অভিযান শুরুর পর থেকে ২০২৬ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত ২২ হাজার ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ অভিযানে ৪৮৩ টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৬৬০ রাউন্ড গুলি, ৭৯৯ রাউন্ড কার্তুজ, ১ হাজার ৮৪টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।

উপদেষ্টা বলেন, ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে চেকপোস্ট ও টহলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। যাতে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা পার না পায় এবং অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার আরও বৃদ্ধি পায়।

সাম্প্রতিক অভিযানের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‌্যাব, পুলিশ এবং বিজিবি দেশজুড়ে একাধিক সফল অভিযান চালিয়েছে, যার ফলে সশস্ত্র সন্ত্রাসী, মাদক পাচারকারী এবং খুনের সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বিদেশি পিস্তল, রিভলবার, ডেটোনেটর, বিস্ফোরক, পাইপগান এবং গাঁজা ও ইয়াবার বড় চালান উদ্ধার করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একাধিক সীমান্ত অভিযানে আগ্নেয়াস্ত্র ও শর্টগান উদ্ধার করেছে এবং লাখ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে।