শিরোনাম

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দ্রিনান অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবু রাজিব মারুফের নামে থাকা কুমিল্লা জেলায় ৪৫৬ শতক জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এই জমির মূল্য ২ কোটি ১৪ লাখ টাকা।
এছাড়া তার নামে থাকা দু’টি শেয়ার, একটি ফিক্সড ডিপোজিট ও একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ১ কোটি ৫১ লাখ টাকা রয়েছে বলে আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ আবু রাজিব মারুফ নিজ নামীয় স্থাবর-অস্থাবর সম্পদ ঘুস ও দুর্নীতির মাধ্যমে অর্জন করে তার জ্ঞাতসারে অপরাধ লব্ধ আয়ের উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর ও রুপান্তর করে ৩ কোটি ৪১ লাখ টাকা মূল্যমানের সম্পদ ভোগদখলে রেখেছেন বলে প্রতীয়মান হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মোহাম্মদ আবু রাজিব মারুফ তার অবৈধ উপায়ে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ সমূহ অন্যত্র বিক্রয়/বন্ধক/বেহাত করার প্রচেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অবিলম্বে তার অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ এবং স্থাবর সম্পদসমূহ ক্রোক করা একান্ত আবশ্যক। অপর এক আবেদনের পরিপ্রেক্ষিতে তার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।