শিরোনাম

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ৩৮তম জাতীয় কবিতা উৎসব।
জাতীয় কবিতা পরিষদ (এনপিসি) আজ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সময়সূচি ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দ সংস্কৃতিবিরোধী উসকানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কবিতাকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানান।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান উৎসবের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ১৯৮০-এর দশকে সামরিক স্বৈরাচার বিরোধী গণ-আন্দোলনের সময় পরিষদ গঠিত হয় এবং ১৯৮৭ সালের ১-২ ফেব্রুয়ারি ‘শৃঙ্খলমুক্তির জন্য কবিতা’ স্লেগানে প্রথম জাতীয় কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, এরপর থেকে কবিতা গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনে প্রতিবাদ, প্রতিরোধ ও প্রেরণার ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। গত চার দশকে উৎসবটি মানবতাবাদ, ধর্মনিরপেক্ষতা ও ভাষাগত স্বাধীনতার ভিত্তিতে একটি ব্যাপক সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয়েছে।
মোহন রায়হান উল্লেখ করেন, ভাষা আন্দোলনের মাসের সঙ্গে সামঞ্জস্য রেখে ঐতিহ্যগতভাবে ফেব্রুয়ারিতে এই উৎসব আয়োজন করা হয় এবং এটি দেশি-বিদেশি কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রূপ নিয়েছে।
বর্তমান জাতীয় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পরাজিত স্বাধীনতাবিরোধী শক্তি ও তাদের দোসররা আবারও সমাজে ভয় ও সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মুক্তি ও স্বাধীনতা কখনো প্রতিক্রিয়াশীল ও সংস্কৃতিবিরোধী শক্তির হাতে সমর্পণ করা হবে না।
তিনি আরও বলেন, কবিরা আবারও দেশের অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসবেন, যা ধর্ম, জাতিসত্তা বা পরিচয় নির্বিশেষে বহুমাত্রিক ঐতিহ্য ও সম্প্রদায়কে ধারণ করে।
এ বছর উৎসবটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান উৎসবের উদ্বোধন করবেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দুই দিনব্যাপী এ আয়োজনে থাকবে সেমিনার, কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠান। এতে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় কবি, লেখক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।
আগ্রহী কবিদের নিবন্ধনের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সুইমিং পুল এলাকায় উৎসবের একটি অফিস খোলা হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০০ টাকা ফি দিয়ে নিবন্ধন করা যাবে। অনলাইন নিবন্ধনের জন্য https://npcbd.com/utsob26 https://jatiyokobitaparishad.com/utsob26 লিংক ব্যবহার করা যাবে।
সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিনসহ পরিষদের অন্যান্য নেতা ও কবিরা উপস্থিত ছিলেন।