শিরোনাম

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেনাপোল চেকপোস্ট বর্ডার কুলি শ্রমিক, পরিবহন শ্রমিক, বর্ডার ট্রাক শ্রমিক ইউনিয়ন ও বর্ডার বাজার কমিটির যৌথ উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ওই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে আজ এসব তথ্য জানানো হয়।