শিরোনাম

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আপসহীন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খুলনার পাইকগাছা উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার খুলনা-৬ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পীর উপস্থিতিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।