বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ০০:০২

মনোনয়ন বৈধ, ঢাকা-১৮ আসনে লড়বেন মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার ঢাকা-১৮ আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে বগুড়া-২ আসনে তার মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। বাতিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি।

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ঢাকা-১৮ আসনে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এর আগে ঋণখেলাপির দায়ে তিনি নির্বাচন করতে পারবেন না বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। আজকের ঘোষণার মধ্য দিয়ে সেই বিষয়টি নিষ্পত্তি হলো।

মনোনয়নপত্র বৈধ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি এর আগেও তিন-চারবার নির্বাচন করেছি, কিন্তু এবারের মতো এত কঠিন পথ দেখিনি।

নির্বাচন কমিশনের কাজ প্রার্থীদের বাদ দেওয়া নয়, বরং ছোটখাটো ভুল সংশোধন (অ্যাকোমোডেট) করে তাদের নির্বাচনে আসার সুযোগ করে দেওয়া।’

বগুড়া-২ আসনে মনোনয়নপত্র বাতিলের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বগুড়ায় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে খুবই ঠুনকো ও তুচ্ছ কারণে। হলফনামায় স্বাক্ষরের তারিখে ভুল, ১৯৭৬ সালের কর্নেল তাহের সংক্রান্ত একটি নিষ্পত্তি হওয়া মামলার নথির অভাব এবং এক জায়গায় আয়কর বিবরণী দিয়ে অন্য পাতায় উল্লেখ না করার মতো ছোটখাটো কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমি বিশ্বাস করি, আপিল করলে এ আসনে আইনগতভাবেই আমি প্রার্থিতা ফিরে পাব।’

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বগুড়া-২ আসনটি তাকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও সেখানে বিএনপির আরেকজন প্রার্থীকে দলীয় চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও আমি দলের সিদ্ধান্তেই ঢাকা ও বগুড়া, উভয় আসনেই মনোনয়নপত্র জমা দিয়েছিলাম।

ঢাকা-১৮ আসনে প্রার্থিতা বৈধ করায় তিনি নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাকে ধন্যবাদ জানান এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।