বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ২৩:৪৮

ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীবের মনোনয়ন বৈধ

ছবি : বাসস

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা) আসনে ১২ দলীয় জোট মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আরিফুল ইসলাম আদীবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

মনোনয়নপত্র বৈধ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ আলম বলেন, ‘ঢাকা-১৮ আসনে আমাদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি উত্তরাবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে জনগণের ভালোবাসা নিয়ে জয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ।’

এ সময় তিনি দলীয় প্রতীক ‘শাপলা কলি’ ও প্রার্থীর বার্তা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দলের পক্ষে আগামীতে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি।