শিরোনাম

বগুড়া, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ত্রুটির কারণে ১২ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
এছাড়া মৃত্যুজনিত কারণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার ও শনিবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত দেন।
বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে সাতজন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বিএনপির এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জামায়াতে ইসলামীর মো. শাহাবুদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের আসাদুল হক ও গণফোরামের জুলফিকার আলী।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহসহ চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, সম্পদের বিবরণী দাখিল না করা ও ফেরারি আসামি হওয়ায় শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়ন বাতিল করা হয়। মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্যের গড়মিল পাওয়া গেছে। অপর দুই প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ও মামলার তথ্য গোপনের অভিযোগ পাওয়া যায়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি) আসনে পাঁচজনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহজাহান আলী তালুকদারের মনোনয়ন মামলার তথ্য গোপনের কারণে বাতিল করা হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির আব্দুল মহিত তালুকদার, জাতীয় পার্টির শাহিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের তৌহিদুল ইসলাম ও জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ।
বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) আসনে দাখিলকৃত পাঁচজন প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন বিএনপির সাবেক এমপি মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর মোস্তফা ফয়সাল, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, এলডিপির কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহা. ইদ্রিস আলী।
বগুড়া-৫ (শেরপুর ও ধুনট) আসনে এলডিপির প্রার্থী খান কুদরত ই সাকলাইনের মনোনয়ন শিক্ষাগত যোগ্যতার সনদ ও সম্পদের বিবরণী ফরম দাখিল না করায় বাতিল করা হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, জামায়াতে ইসলামীর দবিরুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শিপন কুমার রবিদাস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মীর মো. মাহমুদুর রহমান।
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
বগুড়া-৭ আসনে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্র মৃত্যুজনিত কারণে কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মোরশেদ মিলটন, জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম।