বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৯:৩৯

ঢাকার ১৩ আসনে ১১৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৫৪

ফাইল ছবি

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৩টি আসনে দাখিলকৃত ১৭৪টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় বিভিন্ন ত্রুটির কারণে ৫৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ১টি স্থগিত রাখা হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দিনব্যাপী যাচাই-বাছাই শেষে আজ শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকার ১৩টি সংসদীয় আসনে মোট ১৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ১১৯ জনের প্রার্থিতা বৈধ ও ৫৪ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এছাড়া, ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আশরাফুল হকের হলফনামা সংক্রান্ত বিষয়ে সময়ের আবেদন করায় তার মনোনয়নপত্রটি স্থগিত রাখা হয়েছে। 

মনোনয়নপত্র বাতিলের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল, ঋণখেলাপি, হলফনামায় স্বাক্ষর না থাকা এবং রাজনৈতিক দলের প্রার্থীর ক্ষেত্রে অনুমোদিত ব্যক্তির স্বাক্ষর না থাকার কারণে মূলত এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ সময় যাচাই-বাছাই নিয়ে কিছু প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, সুনির্দিষ্ট কারণেই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং এর লিখিত ব্যাখ্যা প্রার্থীদের দেওয়া হবে। সংক্ষুব্ধ ব্যক্তিরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।