বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৯:৩৩

শফিকুর রহমান ও মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক। কোলাজ : বাসস

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

এছাড়া ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ রিটার্নিং কর্মকর্তা (আঞ্চালক নির্বাচন কর্মকর্তা) মো. ইউনুচ আলী তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এছাড়া ঢাকা-১৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

এছাড়া ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বাসসকে বলেন, ঢাকা-১৩ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং ৬ জনের বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া ঢাকা-১৫ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং ৬ জনের বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদেরকে আগামীকাল রায়ের কপি দেওয়া হবে এবং তারা আপিল করতে পারবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয় আগামীকাল ৪ জানুয়ারি রোববার শেষ হবে।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত।

আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত।