বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৬:০৩

স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা

স্বতন্ত্র প্রার্থী ও এনসিপি’র সাবেক নেত্রী তাসনিম জারা । ফাইল ছবি

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ভোটার তালিকায় গরমিলের কারণে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তাসনিম জারা।

তাসনিম জারা বলেন, 'আমি ঢাকা-৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদন পত্র দিয়েছিলাম, সেটা আপাতত গৃহীত হয়নি। কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতোমধ্যেই শুরু করেছি।'

তিনি বলেন, 'কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই এক শতাংশ ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি। প্রায় ২০০-এর মতো বেশি ছিল। সেখান থেকে ওনারা দৈবচয়নের মাধ্যমে ১০ জনের ভেরিফিকেশন (সত্যতা যাচাই) করেছেন। সেখানে আটজনের তথ্য ওনারা সঠিক পেয়েছেন।'

তাসনিম জারা বলেন, 'বাকি দুইজনের ক্ষেত্রে সত্যতা যাচাই করতে পারলেও, তারা দুইজন ঢাকা-৯ এর ভোটার ছিলেন না। কারণ, তারা জানতেন না যে তারা দুজন ঢাকা-৯ এর ভোটার নন। একজনের বাসা খিলগাঁও। খিলগাঁও যেহেতু ঢাকা-৯ আর ঢাকা-১১ দুটিতেই পড়ে, উনি জানতেন যে উনি ঢাকা-৯ এর ভোটার এবং তার জানার কোনো উপায় ছিল না যে উনি ঢাকা-৯ এর ভোটার না। উনি গিয়ে ওয়েবসাইটে চেক করেছেন, কিন্তু উনার ভোটার নাম্বারটা পাননি। এনআইডি যেটা ছিল, সেই অনুযায়ী তিনি জানতেন তিনি ঢাকা-৯ এর ভোটার, সেভাবে তিনি স্বাক্ষর করেছেন। আরেকজন যার ব্যতিক্রম এসেছে, তার কাছেও যে হার্ড কপি আছে এনআইডির, সেই ঠিকানা অনুযায়ী উনিও ঢাকা-৯ এর ভোটার। কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে, তিনি ঢাকা-৯ এর ভোটার না। সেটাও তার জানার কোনো উপায় ছিল না।'

উল্লেখ্য, তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। এর আগে এনসিপির পক্ষে নির্বাচন করার কথা থাকলেও পরবর্তীকালে স্বতন্ত্রভাবে হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি।