বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ২৩:২২

বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনা দায়ী : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী- ফাইল ছবি

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়; বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

তিনি বলেন, তৎকালীন সরকারের প্রত্যক্ষ অবহেলা ও নির্যাতনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ মৃত্যুর দায় শেখ হাসিনার।

আজ শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আয়োজিত প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়া ঘরে বসে থাকলেও তার উপস্থিতিই আমাদের সাহস জোগাত। বিশেষ করে ভয়াবহ ও আতঙ্কজনক পরিস্থিতিতে যখন আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলার, মিছিল করার চেষ্টা করেছি, তখন এসব প্রচেষ্টার একমাত্র প্রেরণার উৎস ছিলেন তিনি।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বিরাট এক আশ্রয়ের মতো। ঠিক যেমন একটি পরিবারে মা বেঁচে থাকলে শুধু তার উপস্থিতিই সন্তানদের সাহস দেয়, তেমনি তিনি ছিলেন সারা জাতির জন্য এক আশ্রয়স্থল।’

রিজভী আরও বলেন, ‘দেশনেত্রী কখনো হুমকির মুখে দেশ ছেড়ে যাননি। তিনি সত্যিকার অর্থে গোটা জাতির মা। সারা জাতির অভিধানে তিনি সেই জায়গাটি দখল করে ছিলেন।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন একই সঙ্গে ধর্মপ্রাণ ও অসাম্প্রদায়িক। প্রকৃত অর্থে একজন ধর্মপ্রাণ মানুষ কখনো সাম্প্রদায়িক হতে পারে না। তিনি ছিলেন আধুনিক, মানবিক ও অসাম্প্রদায়িক একজন জাতীয় নেতা, যার আশ্রয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ নিরাপত্তা ও ভরসা পেত।’

তিনি বলেন, ‘একজন নারী সুস্থ অবস্থায় কারাগারে প্রবেশ করেছিলেন, আর সেখান থেকে ফিরে এসেছেন লাশের মতো হয়ে। কারাগারে তার চিকিৎসা, ওষুধ ও খাদ্য ব্যবস্থায় চরম অবহেলা করা হয়েছে। এটি ছিল পরিকল্পিত। তাই আমি বলি, এটি শেখ হাসিনার হাতে সংঘটিত একটি হত্যাকাণ্ড। তৎকালীন সরকারের দায়িত্বশীলরাই এই কাজটি করেছে। দেশনেত্রীকে চক্রান্ত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।’

‘বেগম খালেদা জিয়া ছিলেন একজন সজ্জন ও স্বল্পভাষী মানুষ। অনেক রাজনীতিবিদ তার বিরুদ্ধে কটুক্তি করলেও তিনি কখনো অশালীন ভাষায় জবাব দেননি। তার সাংস্কৃতিক উচ্চতা ছিল অনন্য।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া প্রমাণ করে গেছেন—সততা, নিষ্ঠা ও অঙ্গীকারই প্রকৃত রাজনীতি। রাজনীতি মানে গালাগালি নয়; রাজনীতি মানে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা।’

রিজভী বলেন,  ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসের দিকে তাকিয়ে দেখবে—একজন নেতা ছিলেন, যিনি মিথ্যা প্রতিশ্রুতি দেননি; যা বলেছেন, সেটাই করার চেষ্টা করেছেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও দেবাশীষ রায় মধু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।