বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ২০:৩৬
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ২০:৫৪

কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ, হামিদুর রহমান আযাদের বাতিল

জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। কোলাজ : বাসস

কক্সবাজার, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কক্সবাজারের পৃথক দু’টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে জামায়াতে ইসলামীর নেতা এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

কক্সবাজার-১ আসন (চকরিয়া-পেকুয়া) থেকে মনোনয়ন দাখিলকারী পাঁচ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদেরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে মনোনয়নপত্রে ত্রুটি ও অসংগতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরওয়ার আলম কুতুবী এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে কক্সবাজার-২ আসন (মহেশখালী-কুতুবদিয়া) থেকে মনোনয়নপত্র দাখিলকারী সাত প্রার্থীর মধ্যে দুই জনের মনোনয়নপত্র বাতিল এবং পাঁচ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জিয়াউল হক, খেলাফত মজলিশের প্রার্থী ওবাদুল কাদের নদভী, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এস এম রোকনুজ্জামান খান এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, একটি মামলার যথাযথ নথিপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় কক্সবাজার-২ আসনে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে আগামী ৫ থেকে ১১ জানুয়ারির মধ্যে তিনি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।