বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১৬:৪৪

খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন জাতির পথনির্দেশক হয়ে থাকবে : আমীর খসরু 

ছবি : বাসস

চট্টগ্রাম, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মৃত্যুঞ্জয়ী গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। 

তিনি আরও বলেন, ‘তিনি (খালেদা জিয়া) শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন জাতির পথনির্দেশক হয়ে থাকবে। দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের মানুষ তাঁর (খালেদা জিয়া) জন্য কাঁদছেন। তিনি মহাকাব্য ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব।’

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ’ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য সুমন বড়ুয়া বক্তব্য দেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষের অধিকার একজন বাংলাদেশি হিসেবে রক্ষা করা হবে। সব ধর্মের মানুষকে নিয়ে বেঁচে থাকার বেগম খালেদা জিয়ার যে ধারণা, তা আমাদের অনুকরণ ও অনুসরণ করতে হবে। তাঁর রুহের মাগফেরাত কামনায় সবার দোয়া চাইছি।

তিনি বলেন, এই দেশ অনেক অশান্তির মধ্য দিয়ে অতিক্রম করেছে। আগামীতে আমরা সকলে মিলে একটি দেশ গড়তে চাই, যে দেশ প্রত্যেকটি মানুষের অধিকার হবে বাংলাদেশি হিসেবে। ড. জ্ঞানশ্রী মহাথেরো আজীবন যা করে গেছেন, তা আমরা অনুসরণ করতে পারিনি। আজকে সময় এসেছে সকলে মিলে এগুলো অনুসরণ ও ধারণ করার। উনার দর্শন আগামীর জাতি গঠনে আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এক জায়গায় থাকব বাংলাদেশে।

বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ গুরু প্রয়াত অগ্র মহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথেরোর ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ উপলক্ষে অষ্টপরিষ্কারসহ সংঘদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ বৌদ্ধ সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।

দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সন্ধ্যা ৬টায় সংঘরাজ জ্ঞানশ্রী মহাথেরোর দেহধাতু রাউজানের বিনাজুরী শ্মশান বিহারে নিয়ে যাওয়া হবে।

গত ১৩ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু ও সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত জ্ঞানশ্রী মহাথেরো।