শিরোনাম

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস): কক্সবাজারের টেকনাফে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া ঘাট সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে উক্ত এলাকায় সন্দেহজনক একটি ডিঙ্গি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।