বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ২২:৪৬

রাজশাহীতে অনুমোদনবিহীন পাইপ ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা

রাজশাহী, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনুমোদনবিহীন একটি পাইপ ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রাজশাহী বিএসটিআই পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম) প্রকৌশলী জুনায়েদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বিএসটিআই’র গুণগত মান ও সনদ না নিয়ে ‘ইউ-পিভিসি পাইপ’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় আসাম কলোনি এলাকার মদিনা প্লাস্টিক ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার জনাব অভিজিত সরকারের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসময় বিএসটিআই রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।