শিরোনাম

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
আজ বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম ও বিশেষ অতিথি হিসেবে বিউবো’র সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিউবো’র চেয়ারম্যান বলেন- ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কতটুকু গ্রহণযোগ্য ছিলেন, তা আমরা উনার জানাজার উপস্থিতির মাধ্যমেই অনুধাবন করতে পেরেছি। তিনি দুর্নীতি বা আদর্শের প্রশ্নে সর্বদা আপোষহীন ছিলেন।’
চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা আজকে শোকাহত এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত। সুতরাং, আমরা সে আদর্শকে ধারণ করবো এবং তা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকবো। আর এটাই হবে আমাদের আজকের শোককে শক্তিতে পরিণত করার অন্যতম প্রত্যয়। পাশাপাশি আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেবো না এবং সত্যের পথে সদা অবিচল থাকবো।’
অনুষ্ঠানের বিশেষ অতিথির বিউবো’র সদস্য (প্রশাসন) মো. আমিনুল হক বলেন, বেগম খালেদা জিয়া যেভাবে দেশকে ভালোবেসেছেন, আমরাও সেভাবেই দেশকে ভালোবাসবো।
বিশেষ অতিথি কোম্পানি অ্যাফেয়ার্স প্রকৌ. আ. ন. ম. ওবায়দুল্লাহ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাযায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।
বোর্ড সচিব মুহ. রাশেদুল হক প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মহাসচিব প্রকৌশলী মো. শাহেদুল আজিম সজল এবং বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিউবো’র সদস্যবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ শরিক হন।