শিরোনাম

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারা দেশে এ পর্যন্ত ১২ হাজার ৬০৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সারা দেশ থেকে ১৫৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এছাড়াও, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে ৫ লাখ ১১ হাজার ২৭৫টি মোটরসাইকেল ও ৫ লাখ ৭১ হাজার ৪৬৮টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৬ হাজার ৬২২টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।