বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৯:৩১

সাফা প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ হুমায়ুন কবির

ছবি: বাসস

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরকে ২০২৬ সালের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা)-এর প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সময়ের জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব নেপালের প্রবীণ কুমার ঝা-কে সাফার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদ হুমায়ুন কবিরের পেশাগত অভিজ্ঞতা ৪৫ বছরেরও বেশি। তিনি ১৯৮১ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৮৫ সালের জানুয়ারি পর্যন্ত একটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (সিএ) ফার্মে, ১৯৮৫ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৮৮ সালের জুন পর্যন্ত একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে ব্যবসা ও শিল্প খাতে দায়িত্ব পালন করে আসছেন।

পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তাকে ‘পরিবেশ পদক’ প্রদান করে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক তিনি টানা নয় বছর বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন।