বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:০৯

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইরাবের শোক

ফাইল ছবি

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শিক্ষা বিট রিপোর্টারদের একমাত্র নিবন্ধিত সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)।

বেগম খালেদা জিয়ার আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালি... ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইরাব সভাপতি ফারুক হোসাইন ও সাধারণ সম্পাদক সোলাইমান সালমান এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের কেবল একটি রাজনৈতিক দলের প্রধানই ছিলেন না, তিনি রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন।

স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন অবস্থান, জনগণের ভোটাধিকার রক্ষায় দৃঢ়তা এবং বহু প্রতিকূলতার মাঝেও রাজনীতিতে তার অবিচল ভূমিকা—সব মিলিয়ে তিনি ছিলেন গণতন্ত্রের এক অনন্য প্রতীক।

তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনায় এবং বহুদলীয় গণতন্ত্রকে টিকিয়ে রাখতে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি হারালো এক দেশপ্রেমিক অভিভাবককে। অসময়ে তাঁর চলে যাওয়া দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গণে এক অপূরণীয় ক্ষতি।

ইরাব তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার, স্বজন এবং দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করছে। আল্লাহ যেনে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।