শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
আজ মঙ্গলবার এক শোকবার্তায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন শোকসন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী, দলীয় কর্মী-সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় আরো বলা হয়, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ এমন এক অভিভাবককে হারিয়েছে, যিনি এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমৃত্যু লড়াই করে গেছেন এবং জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে উদার গণতান্ত্রিক সমাজ নির্মাণ, নারীশিক্ষার প্রসার এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর উদ্যোগ ও ভূমিকা জাতি চিরকাল মনে রাখবে।
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির গণতান্ত্রিক রূপান্তরে খালেদা জিয়ার ভূমিকা আপসহীন মন্তব্য করে উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ১৯৮০-এর দশকে স্বৈরাচার এরশাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া গণতন্ত্রকামী মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছিলেন। সবশেষ গত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে তাঁর নিরবচ্ছিন্ন লড়াই ও লৌহদৃঢ় অবস্থান ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে প্রেরণা হিসেবে কাজ করে। দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর আপসহীন এ ভূমিকাকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে।
উদীচী নেতৃবৃন্দ খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।