বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:১৬

বাংলাদেশ যতদিন থাকবে, তার ইতিহাসের সঙ্গে মিশে থাকবেন বেগম জিয়াও : নার্গিস বেগম

ফাইল ছবি

যশোর, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে, এই দেশের ইতিহাসের সঙ্গে মিশে থাকবেন বেগম খালেদা জিয়া।

দলের কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ করে বিএনপিকে সংগঠিত করার সময় বেগম জিয়া কয়েক দফা যশোর সফর করেছিলেন। সে সময়ের স্মৃতিচারণ করে নার্গিস বেগম বলেন, বেগম জিয়া গণমুখী চরিত্রের ছিলেন, মানুষকে ভালোবাসা ও মর্যাদা দিতেন। যে কারণে নেতা-কর্মী ও জনগণের সঙ্গে কখনও তাঁর দূরত্ব তৈরি হয়নি।

তিনি বলেন, বেগম জিয়া কঠিন সময়ে দলের দায়িত্ব নিয়ে তা যথাযথভাবে পালন করেছিলেন। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ কন্টকাকীর্ণ পথ পেরিয়ে সাফল্যে চূড়ায় পৌঁছেছিলেন।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়অর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে যশোরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

আপোষহীন নেত্রীর মৃত্যুতে নার্গিস বেগম আক্ষেপ করে বলেন, এইরকম একজন মানুষকে ফ্যাসিস্ট হাসিনা কলঙ্কিত করার চেষ্টা করেছে। ওয়ান-ইলেভেনের সরকার তাকে অপমানিত করেছে। সবকিছু তিনি সহ্য করেছেন, প্রতিবাদ করেননি। বেগম জিয়ার শালীনতাবোধ ছিল বিস্ময়কর।

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানী, দেশের মানুষের ভালোবাসা ও দোয়ায় বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পেরেছেন। দেশবাসী, প্রশাসন, সেনাবাহিনী সবাই তাকে অভাবনীয় সম্মান দেখিয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষ জনগণের অভূতপূর্ব এই ভালোবাসা, একজন রাজনীতিবিদের জন্য এরচেয়ে বড় পাওয়া আর কিছু নেই।

নার্গিস বেগম বলেন, ভবিষ্যতই বলে দেবে বেগম জিয়ার এই শূন্যতা পূরণ হবে কি না। তবে তার ইন্তেকালের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের এক গৌরবজ্জল পর্বের সমাপ্তি হলো। তাঁর দেখানো পথেই আমরা রাজনীতি করেছি, তাঁর আদর্শ নিয়েই রাজনীতি করে যাব’। 

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পর সকাল থেকেই জেলা বিএনপির নেতা-কর্মীরা যশোর শহরের লালদীঘী পাড়স্থ জেলা কার্যালয়ে জড়ো হতে শুরু করেন। তাদের অনেকের চোখ ছিল অশ্রুসিক্ত। অনেক প্রবীণ নেতাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে জেলা বিএনপিও সাতদিনের শোক কর্মসূচি পালন শুরু করেছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

দলীয় কার্যালয়ে একইসঙ্গে শুরু হয় কোরআনখানী। আগামী কয়েকদিন জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নেও কালো ব্যাজ ধারণ, কোরআন খতম ও বিশেষ দোয়া কর্মসূচি পালিত হবে বলে দলটির নেতৃবৃন্দ জানিয়েছেন।