শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।
আজ মঙ্গলবার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, কার্যকরি সভাপতি আয়ান শর্মা ও কার্যকরি সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ এক শোকবার্তায় খালেদা জিয়ার বিদেহি আত্মার শান্তি কামনা এবং গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির একজন সুহৃদ এবং শুভাকাঙ্ক্ষী। পরিষদের আমন্ত্রণে তিনি প্রাকৃতিক দুর্যোগেও হেলিকপ্টারে চট্টগ্রামের জেএমসেন হলে জন্মাষ্টমীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।
তারা বলেন, বেগম খালেদা জিয়া অসাম্প্রদায়িক চেতনার নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার মাধ্যমে সারাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। মানুষের বাকস্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন আপসহীন। জাতির সকল ক্রান্তিকালে খালেদা জিয়া এগিয়ে এসেছেন সবার আগে। তিনি হয়ে উঠেছিলেন জাতির অভিভাবক।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।