শিরোনাম

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : দেশে ধর্মীয় অনুভূতিকে উসকে দিয়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ আজ এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ এবং ধর্মীয় বিষয়ে তাদের অনুভূতি অত্যন্ত সংবেদনশীল। এই বৈশিষ্ট্যকে ব্যবহার করে একটি কুচক্রী মহল বারবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
বিবৃতিতে তিনি বলেন, বাউল আবুল হোসেনের মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন মন্তব্য পরিস্থিতিকে উত্তপ্ত করেছে এবং এতে আরেকটি মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে সামাজিক ও রাজনৈতিক ঐক্য নষ্ট করার গভীর চক্রান্তের অংশ হিসেবে এমন ঘটনা ঘটানো হচ্ছে। যারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনতে হবে।
অধ্যক্ষ ইউনুস আহমদ অভিযোগ করেন, বাউল কাণ্ডে মূল অপরাধীর উসকানিমূলক বক্তব্যের পরিবর্তে জনতার প্রতিক্রিয়াকে বড় করে দেখিয়ে ভ্রান্ত ব্যাখ্যা ছড়ানো হচ্ছে। কেউ বাকস্বাধীনতার নামে অন্যের বিশ্বাসকে আঘাত করলে তা শাস্তিযোগ্য অপরাধ। বাউল আবুল হোসেন সেই অপরাধ করেই পরিস্থিতি উসকে দিয়েছে। এখন যারা তার পক্ষ নিচ্ছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা জরুরি।
এ ঘটনায় অধ্যক্ষ ইউনুস আহমদ সকলের প্রতি আহ্বান রেখে বলেন, যেকোনো ঘটনায় আমাদের বস্তুনিষ্ঠ দৃষ্টিতে দেখতে হবে। ইনসাফের সঙ্গে পক্ষ বাছাই করতে হবে। প্রতিটি ঘটনার ক্রিয়া ও তার প্রতিক্রিয়া কী, কারা এর দ্বারা লাভবান হচ্ছে তা বিবেচনায় নিতে হবে। জাতির এই ক্রান্তিকালে সতর্কতার সঙ্গে সকলকে ভূমিকা নির্ধারণ করতে হবে।