বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৮

ওসমান হাদির হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি ডাকসু নেতৃবৃন্দের

ছবি: বাসস

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর সাম্প্রতিক হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ।

ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল আজ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ দাবি জানায়।

প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তিন দফা দাবি উপস্থাপন করে। দাবিগুলো হলো- ওসমান হাদির উপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার এবং হামলার পরিকল্পনাকারী ও তাদের সহযোগীদেরও আইনের আওতায় আনা।

এসময় প্রতিনিধিদল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান পরিচালনা এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করার আহ্বান জানায়।

প্রতিনিধিদলের দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবি পূরণ করবে।

উল্লেখ্য, ওসমান হাদি শুক্রবার পল্টন এলাকায় সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদিকে আজ উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।