বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৮:১৪

ভুয়া স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে ডিসিকে বিভ্রান্তি, প্রতারক গ্রেফতার

ছবি: বাসস

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচয় ব্যবহার করে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অর্থ দাবির অভিযোগে মো. শামিম ওসমান (২৯) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত শামীম ওসমান (২৯) রাজশাহী জেলার বাঘা উপজেলা কিশোরপুর গ্রামের মো. শামসুল হকের ছেলে।

আজ সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান। এর আগে, সোমবার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডি জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান শামিম ওসমান। বার্তায় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার না করা ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বলেও জানান। এছাড়া, মাসিক কালেকশন সংক্রান্ত বিষয়ে ডিসির কাছে জানতে চান এবং দ্রুত প্রতারকের ব্যক্তিগত বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সিআইডিকে অবগত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে অভিযান চালিয়ে প্রতারককে গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

সিআইডি আরো জানায়, গ্রেফতারকৃত শামিম ওসমান একজন পেশাদার প্রতারক। এর আগেও সরকারি নানান উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং গ্রেফতারকৃত ব্যক্তি অন্য কোনো উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা করেছে কি না, সে বিষয় উদঘাটনে সিআইডির অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।